হিজাব পরলেই ধার্মিক হওয়া যায়না। পতিতারা ও নিজেদের আড়াল করতে বোরকা পডে
হিজাব পরলেই ধার্মিক হওয়া যায়না। পতিতারা ও নিজেদের আড়াল করতে বোরকা পডে। হিজাব পডতে হয় আল্লাহর নির্দেশ পালনের জন্য।
মাথায় পট্টি আর হাতে তসবিহ নিলে ইমানদার হওয়া যায়না।
কারন এগুলো দিয়ে অনেককে ধোকা দেয়া হয়।
লম্বা আলখেল্লাহ আর হাজি রুমাল দাডি রাখলে ইসলামের ইমানদার হওয়া যায় না। রবিন্দনাথের ও দাঁডি ছিল, আরব দেশে প্রায় মানুষ লম্বাজুব্বা গায়ে দেন।
বহু মানুষ গ্রামের পর গ্রাম মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আবার সুদের উপর টাকা লাগিয়ে সে টাকা গিয়ে চলে।
ঈমান হলো অন্তরের বিশ্বাস ও বার্হ্যিক কৃতকর্মে তা প্রকাশের নাম। বেশির ভাগ মুনাফিক ধর্মের বেশ ধরে মানুষ কে ধোকা দেয়।
ঈমান না থাকলেও ধর্মের আলখেল্লা পডে ধার্মিক সেজে সবার সাথে প্রতারনা করে। নিজেকে মুসলিম পরিচয় দিলেও ধর্ম মানেনা। নিজ ধর্মের কাজে বাধাদেয়, অন্য ধর্মের কাজে যোগ দেয় , সহযোগীতা করে।
0 comments Blogger 0 Facebook
Post a Comment
Thanks for see